
প্রধানমন্ত্রীর উপহার ক্ষেতলালে ১৩ টি পরিবার পেল নতুন ঘর
ওয়াকিল আহমেদ,ক্ষেতলাল,উপজেলা প্রতিনিধিঃ-
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন ঘর পেয়েছেন ১৩ টি ভূমি ও গৃহহীন পরিবার।
রবিবার (২০ জুন) সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-দ্বিতীয় পর্যায়ের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে ক্ষেতলাল উপজেলা পরিষদের হলরুমে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিতি বক্তব্য রাখেন,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম জাকির হোসেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্র নাথ মন্ডল,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ, ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমীন পাপন, প্রকৌশলী প্রদীপ কুমার,উপজেলা সহকারী পোগ্রামার খায়রুইয়ার রহমান, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপির রাজনৈতিক সহকারী এ্যাডঃ এস.এম. মোরশেদ, ভূমি অফিসের নাজির মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের
রাজনৈতিক,সাংস্কৃতিক,শিক্ষক সরকারি কর্মকর্তাবৃন্দরা।
উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, ক্ষেতলাল উপজেলার ১৩ জন ভূমি ও গৃৃৃৃহহীন সুবিধাভোগীদের প্রধানমন্ত্রীর উপহার নতুুন ঘর দেয়া হয়েছে, তারা হচ্ছেন উপজেলা তুলসীগঙ্গা ইউপির ইকরগাড়া গ্রামের আইয়ুব আলী,
জুয়েল হোসেন, শ্রী মিলন রবিদাস, রবিন গোবরা রবিদাস, বড়তারা ইউপির খাড়িতা গ্রামের আব্দুর রশিদ মন্ডল, আবুল কাশেম, বাবলু, পশ্চিম পাড়ার হেলাল উদ্দিন মামুদপুর ইউপির দক্ষিণ তাউসারা গ্রামের ফাতেমা বিবি, আবু বক্কর মন্ডল ও লতিব মন্ডল।
তিনি আরও বলেন আশ্রয়ন প্রকল্পের ১৩ পরিবারকে নতুন ঘর সহ দলিলও হস্তান্তর করা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply