প্রিন্ট এর তারিখঃ মে ২৯, ২০২৫, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ১২:১৮ এ.এম
প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন কুমিল্লার অসহায়দের কাছে জেলা প্রশাসক
![]()
আমিনুল হক বিশেষ প্রতিনিধি
করোনা মহামারিতে কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন প্রায় ৪ শতাধিক পরিবার। লকডাউন চলাকালে প্রথমবারের মত খাদ্যসামগ্রী পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেছেন অসহায় মানুষগুলো।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর তিনটি স্থানে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী নিজ হাতে বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।
প্রথমে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দেন অসহায় মানুষের হাতে। এরপর নগরীর চকবাজার, টমসমব্রিজ ও মোগলটুলীতে ১৫০ জন, ঈদগা এলাকায় অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এছাড়া ১০০ জন বীর মুক্তিযোদ্ধার বাসায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পাঠানো হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রথম ধাপে ৩০০ জন অসহায় মানুষ ও ১০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, করোনার দ্বিতীয় ওয়েব রোধে দেশজুড়ে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে অসহায় মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। অবশেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy