মেহেদী ইমাম, রাঙামাটি প্রতিনিধিঃ
অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা নিরসনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ সারা দেশে নির্মিত হচ্ছে বীর নিবাস। রাঙামাটির নানিয়ারচরে একমাত্র বীর নিবাস উদ্বোধন করেছেন ইউএনও।
বুধবার বিকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভুঁইয়ার জন্য নির্মাণাধীন বীর নিবাসটির ভিত্তি প্রস্তর করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় বীর মুক্তিযোদ্ধা মইনুল হক, লিয়াকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ. দা) আব্দুল কাইয়ুম খান, এএসআই ইহতেশামুল হক, নবনির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমান ভুঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল বড়ুয়া ও পল্লি চিকিৎসক কবির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৩লক্ষ টাকার অধিক ব্যয়ে এই বীর নিবাস নির্মাণ করছে সরকার।
এবিষয়ে শিউলি রহমান জানান, প্রাথমিক পর্যায়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য এই ঘর নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য মুক্তিযোদ্ধারাও এই সুবিধা পাবেন।
এর আগে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বগাছড়ি ৩রাস্তার মাথা এলাকায় দূর্ঘটনা প্রতিরোধে ও করোনায় সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এতে সড়ক পরিবহণ আইনে ১০টি মামলায় ১০হাজার টাকা ও ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী সংক্রামণ ব্যাধি আইনে ২জনকে ৪০০টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।