প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য সামগ্রী বিতরণ
তৌফিকুল ইসলাম,কালাই,উপজেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সৃষ্ট সংকট মোকাবেলার অংশ হিসেবে কালাই পৌরসভার কোমলমতি শিশুদের জন্য “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” প্যাকেট শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
Surjodoy.com
বুধবার(০৯ জুন) বিকেলে কালাই পৌরসভা চত্বরে পৌরসভার ৯ টি ওর্য়াডের কোমলমতি শিশু পরিবারের মাঝে এসব খাদ্য প্যাকেট বিতরণ করেন,জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল। এসব খাদ্য প্যাকেটে রয়েছে চিনি, সুজি, তেল, মসুরডাল ও নুডলস।
The Daily surjodoy
পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল দৈনিক সূর্যোদয়কে বলেন, চলমান মহামারি দূর্যোগের মধ্যেও সকল শ্রেণী পেশার মানুষের সুরক্ষাসহ ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে এবার দেশের কর্মহীন ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য শিশু বান্ধব খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা পৌরসভার ৯ টি ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের মাঝে শিশু বান্ধব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
The Daily surjodoy
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ডিএম সাদাকাতুল বারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতী বেগম,কাউন্সিলর ও জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক তৌফিকুল ইসলাম তৌহিদ, কাউন্সিলর রেজাউল করিম মন্ডল,
The Daily surjodoy
সিরাজুল ইসলাম তালুকদার, জিয়াউল হক জিয়া, আবু কালাম মীর, উদীয়মান তরুণ প্রজন্মের নেতা আসাদুজ্জামান নয়ন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান, উচ্চমান সহকারী রফিকুল ইসলামসহ আরও অন্যান্যরা।
Leave a Reply