ফাহাদ আল-আবিদ, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে গণটিকাদান কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৪ নং ওয়ার্ডের রাণী এরিজাবেথের স্মৃতিবিজড়িত বৈরাগীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে সামিয়ানা টানিয়ে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক নূর এ আলম মোল্লা, ৪নং ওয়ার্ড সভাপতি ফোরকান খান, সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান খান বাদল, প্রবীন আ.লীগ নেতা আঃ গফুর খান, নূরউদ্দিন খান, আলম মীর, কফিল উদ্দিন সিকদার, হেকিম পালোয়ানসহ পৌর ও ওয়ার্ড আ.লীগ ও গ্রাম কমিটিসমুহের নেতৃবৃন্দ।
শ্রীপুর পৌর আ.লীগের ৪ নং ওয়ার্ড আয়োজিত ও বৈরাগীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় সারাদিন ৩ হাজার মানুষকে এ অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে বলে জানা গেছে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি ফোরকান খান, সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান খান বাদল, হাফেজ ওমর ফারুক। উল্লেখ্য আজ সারা দেশে ম্যাক্স ভ্যাক্সিনেশনের আওতায় কোভিড-১৯ এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন শুরু হয় সকাল ৯টায়। লক্ষ্যমাত্রায় না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে টিকাদান চলমান থাকবে।