প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:০৪ পি.এম
প্রধানমন্ত্রীর জন্মদিনে চরফ্যাসনে গণটিকার উদ্বোধন
নাদিম হোসেন খান,চরফ্যাসন (ভোলা)
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ভোলার চরফ্যাসন পৌর এলাকায় গণটীকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে৷
মঙ্গল বার সকাল ৯টায় চরফ্যাসন পৌরসভা ৫নং ওয়ার্ডে মরহুম তছির আহমেদ মেম্বার বাড়ির দরজায় শরীফ পাড়া দারুলউলুম হাফিজি মাদ্রাসায় এই গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চরফ্যাসন পৌর মেয়র মোঃ মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন৷
এসময় পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার সময় সকলকে জাতীয় পরিচয়পত্র ও টিকাকার্ড সঙ্গে আনতে হবে৷ স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি বাস্তবায়নে এই কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল নিয়োগ করা হয়েছে৷ এই কর্মসূচিতে এখন শুধু প্রথম ডোজের টিকা দেয়া হবে,
একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে এই কেন্দ্রে৷ পৌরবাসীকে টিকা কার্যক্রমের আওতায় না আনা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান পৌর মেয়র মোঃ মোরশেদ৷
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy