প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:১১ এ.এম
প্রধানমন্ত্রীর জন্মদিনে চরফ্যাসনে টিম চিলেকোঠার পক্ষ থেকে বৃক্ষ রোপন কার্যক্রম
নাদিম হোসেন খান,চরফ্যাসন (ভোলা)
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ভোলার চরফ্যাসন পৌর এলাকায় এবং চরকলমী ইউনিয়ন, বৃক্ষ রোপন করা হয়েছে৷
মঙ্গল বার স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার পক্ষ থেকে চরফ্যাসন পৌর এলাকায় এবং চরকলমী ইউনিয়ন আন্জুরহাট কার্যক্রম পরিচালনা করা হয় ৷ এসময় উপস্থিত ছিলেন চরকলমী ইউনিয়ন সভাপতি মোঃ আশিকুর হাসান ইমরান,সাধারণ সম্পাদক শাহিন আদর সহ টিম চিলেকোঠার স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলেন৷
এসময় সভাপতি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে এই ইউনিয়নে প্রয়োজনীয় সরঞ্জাম ও বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছে৷ এই কর্মসূচিতে এখন থেকে অব্যাহত থাকবে । যেহেতু ভোলা জেলাটা উপকূলীয় অঞ্চল তাই সবাই মিলে সবুজের সমারোহ করে বিভিন্ন জলবায়ু পরিবর্তনে সমস্যা থেকে রেহাই পেতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy