প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২১, ৬:৫২ পি.এম
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ঘর পেয়ে দোয়া ও মিষ্টি বিতরণ করে সুবিধাভোগী পরিবার
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়ে দোয়া করে মিষ্টি বিতরণ করেছেন সুবিধাভোগী পরিবার। নীলফামারীর জলঢাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মীরগঞ্জ ও ধর্মপাল ইউনিয়নে নির্মিত এসব ঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ - ২ প্রকল্পের ডিপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনোয়ার রহমান স্বাধীন ও উপ সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ইউপি চেয়ারম্যান হুকুম আলী ও জামিনুর রহমান।
কথা হয় সেখানের সুবিধাভোগী জামান, মকবুল লালবি বেগম ও আমিনা বেগমের সাথে। তারা জানায়, জীবনে কোনদিন কল্পনাও করি নাই হামা পাকা ঘরে থাকমো।
জায়গা জমি ঘরবাড়ি কিছুই ছিলনা।
শেখ হাসিনা হামার ঘরবাড়ি করি দিছে তার জন্যে সারাজীবন দোয়া করমো।
যেন যুগযুগ ধরে ক্ষমতায় থাকে।
তবে, আশ্রয়ণ গুলোতে টিউবওয়েল না থাকায় পানি সমস্যা ধমাধানের দাবি জানিয়েছেন সুবিধাভোগীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy