প্রধানমন্ত্রী উপহার পটুয়াখালীতে আশ্রয়ন-২প্রকল্পের সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক
রানা,পটুয়াখালীঃঃ
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আজ ১০.০৭.২১তারিখে রোজ শনিবার গলাচিপা উপজেলার আমখোলা, গোলখালী, উলানিয়া রতনদী ও কলাগাছিয়া ইউনিয়নে অবস্থিত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৪ টি ক্লাস্টারের ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি নির্মিত ঘরের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), পটুয়াখালী; জনাব মুহম্মদ সাহিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গলাচিপা, পটুয়াখালী; জনাব আশিষ কুমার, উপজেলা নির্বাহী অফিসার, গলাচিপা, পটুয়াখালী; জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি), গলাচিপা, পটুয়াখালী; সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ।