গত মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউপির মডেল ডিগ্রি কলেজ মাঠে মাত্রাই ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শেখ জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান আব্দুর সোবহান মণ্ডল,আহম্মাবাদ সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ কালাম,উদয়পুর ইউপি চেয়ারম্যান মাজেদ আলী,ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজাদ আলী,কালাই উপজেলা উপজেলা পরিষদের সাবেক মহিলা চেয়ারম্যান মরিয়ম নেশা শাপলা,জেলা জর্জ কোর্টের এপিপি সেকেন্দর, দিয়ালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল মণ্ডল, ছাত্র লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ সুশিল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধারক,মাত্রাই পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ম.ন শওকত হাবিব তালুকদার লজিকের সাথে কথা বললে তিনি জানান, আমার মতো গ্রাম্য নেতৃত্বদাতা সামান্য চেয়ারম্যান কে মহান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র তৃণমূল মূল্যায়নের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তাহার গোয়েন্দা সংস্থার জরিপে আজ আমার মতো একজন ইউপি চেয়ারম্যান কে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে মনোনীত করাই আমি গর্বিত তাই আমার মাত্রাই ইউপির বাসীর উপলক্ষে সর্বপ্রথম আমি আমার মহান নেত্রী শেখ হাসিনা কে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন,আজ আমাদের জয়পুরহাটের মাঠি ও মানুষের নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি’র সুদৃষ্টি ও ভালোবাসা থাকায় আজ আমি জেলাতে নেতৃত্ব দেয়ার স্থান পেয়েছি। তাই আমি আমার হৃদয়ের স্থল থেকে আমাদের মাটি ও মানুষের প্রিয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারাদেশ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা উদযাপন করলেও আপনার এতোবড় আয়োজনের বিষয়টি জানতে মাত্রাই পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ম.ন শওকত হাবিব তালুকদার লজিক প্রতিবেদককে বলেন,এতোবড় আয়োজনের লক্ষ্য তো আছেই তা হচ্ছে দলের ভিতরে দলীয় সকল গ্রুপিং লবিং ভেঙে দলকে আরো সুসংগঠিত করার লক্ষে জয়পুরহাটে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নিয়েই আমার এ উদ্যোগ বলে তিনি জানান।