আগামী ০৫ নভেম্বর হতে ৪০তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একডেমী, সারদা, রাজশাহীতে ০১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ আরম্ভ হবে।
তাদের মৌলিক প্রশিক্ষণে গমন উপলক্ষ্যে ৩ নভেম্বর কুমিল্লা জেলা পুলিশ লাইন্স শহীদ আরআই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে এক ব্রিফিং অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে গমনার্থী ৪০তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র)দের ব্রিফিং প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
অতিরিক্ত ডিআইজি প্রশিক্ষণে গমনার্থী এসআইদের আন্তরিক অভিবাদন জানান। নিষ্ঠার সাথে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ, চৌকস ও জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্মার্ট পুলিশ হিসেবে নিজেদের তৈরী করে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সম্মানিত নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) হাজী মোঃ মতিউল ইসলাম ও কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে প্রশিক্ষণে গমণার্থী ৪০তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র)বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy