এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন‘‘ চতুর্থ শিল্পবিপ্লরের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই। হাতে কলমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রুপান্তরে কাজ করছে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলো। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অদক্ষ ও বেকার যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত করে মানবসম্পদ গড়ে তুলতে বিশেষ ভুমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি নিরাপদ অভিবাসন ও প্রবাসী কর্মর্ীদের কল্যাণ নিশ্চিতে সু-পরিকল্পিত ভাবে অত্যান্ত সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ’’ গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র। প্রধান আলোচক ছিলেন বিএমইটি’র পরিচালক(প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকী, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রিয়াজ শরীফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের কর্মকর্তা বি.প্রকাশ ঢালী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলাম। প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সট্রাক্টর আতিকুর রহমান ও সেলিম মিয়ার সঞ্চালনায় সেমিনারে বিএমইটি ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মপরিধি স্লাইডশোয়ের মাধ্যমে তুলে ধরেন প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর আতিকুজ্জামান। বক্তৃতা করেন ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো ও জিএম এনামুল কবির। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।