প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ১:০৫ এ.এম
প্রাচ্যের রানী চট্টগ্রাম আবারো করোনার রানীতে পরিনত – শনাক্তের হার ২৫.৭৪

সোমেন সরকার
ভয়াবহ পরিস্থিতির মুখে প্রাচ্যের রানী চট্টগ্রাম।দিন দিন গুনিতক হারে বাড়ছে সংক্রমন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় দেখা যায়, নতুন করে আরও ২৮৭ জনের দেহে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। অর্থাৎ শনাক্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে ২৬৭ জন নগরের ও ২০ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হওয়া ৪০ হাজার ২৮৩ জনের মধ্যে ৩২ হাজার ৬২ নগরের এবং ৮ হাজার ২২১ জন উপজেলার।
এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৮ জন। এর মধ্যে ২৮৪ জন নগরের ও ১০৪ জন উপজেলার।
প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের সাতটি ল্যাবে গতকাল বুধবার ১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৮৭ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও বিআইটিআইডিতে ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা পাওয়া গেছে ৮৮ জনের। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়।
বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে শেভরনে ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা পাওয়া যায়। মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের এবং আরটিআরএলে ৫২ জনের নমুনা পরীক্ষা করে জানা যায় ৩৮ জনের দেহে করোনা।
এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ডা. মোহাম্মদ আসিফ খান জানান, চট্টগ্রামে করোনা শনাক্তের হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মানুষজন এখনো সচেতন নয়। তাদের মাস্ক পরাতে প্রশাসনকে মাঠে নামতে হয়। অথচ করোনা আক্রান্ত হলে প্রশাসন বা দেশের চেয়ে নিজের ক্ষতিই বেশি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy