রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
রোদের রঙ যত উজ্জ্বল হয় একটু একটু করে উত্তাপ ছড়িয়ে পড়ে বাতাসে। এরই মাঝে স্মৃতি রোমন্থনে মিলন মেলায় একঝাঁক চির তরুণ। তাদের কারও বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে, কারও পনচান্ন ছুঁইছুঁই। কিন্তু স্মৃতির আয়নায় চোখে-মুখে তারুণ্যের প্রকাশ যেন সেই ঝলমলে একুশ। কেউ বন্ধুর গলা জড়িয়ে হাঁটছেন, কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি তুলছেন, চিরচেনা গানের সুরে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা অনেকেই।
এমনি বৈচিত্র্যময় এক উৎসবের আনন্দে মেতে উঠেছিল প্রানের বন্ধু মোরা রংপুর বিভাগ ৯০ ব্যাচ । রংপুর জেলা পরিষদ মিলনায়তন সন্মেলন কক্ষে। শুক্রবার সারাদিন বন্ধু মোরা রংপুর বিভাগ ৯০ ব্যাচের আয়োজনে আনন্দে-উৎসবে মেতে ছিলেন প্রায় একশ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার প্রিয়জন নিয়ে।
উৎসবের নাম প্রানের বন্ধু মোরা রংপুর বিভাগ । সেই মিলন মেলা ঘিরে পুরনো বন্ধুকে কাছে পাওয়ার অভূতপূর্ব মুহূর্তগুলোর উচ্ছলতা চোখে না দেখলে বোঝা যায় না। সকাল ৮টা থেকেই খুলে যায় জেলা পরিষদ মিলনায়তন সন্মেলন কক্ষ । কিছু তরুণ স্বেচ্ছাসেবী পুরো আয়োজনস্থলে সেবা দেওয়ার জন্য এসেছেন আরও আগেই। ৮টায় যখন গেট খোলা হবে তার আগেই অ্যালামনাই মিলন মেলায় নিবন্ধন করা প্রাক্তন শিক্ষার্থীদের লাইন দীর্ঘ হতে শুরু করেছে। স্বেচ্ছাসেবীরা নিবন্ধন কার্ড দেখে সুশৃঙ্খলভাবে সবাইকে ভেতরে যেতে সহায়তা করছিলেন।
সকাল ৯টার আগেই জেলা পরিষদ মিলনায়তন সন্মেলন কক্ষের আয়োজনস্থল প্রাক্তন শিক্ষার্থীদের পদভারে মুখর হয়ে ওঠে। ‘বন্ধু, কেমন আছিস, কী খবর বল?’ কুশল বিনিময় আর হৃদয়ের উষ্ণতায় প্রাণের টানে ক্যাম্পাসের সেই দিনগুলোয় ফিরে আসা। স্থানে স্থানে আড্ডা, বিভিন্ন ব্যাচে, বিভাগের শিক্ষার্থীরা ছোট ছোট দলেও এখানে-সেখানে বসে গেছেন। এর মধ্যে চলে সকালের নাশতাপর্ব।
শুরু হয় উদ্বোধনী সঙ্গীতপর্ব। বাঙালির স্বাধীনতা সংগ্রামের দিনগুলোর কালজয়ী গণসঙ্গীত চলে সমবেত কণ্ঠে। ফাঁকে ফাঁকে সমবেত নৃত্য। ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ চেনা সুরে আনন্দ-উচ্ছ্বাসে উদ্বেলিত সবাই।
বাদ জুম্মা শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেন উপস্থিত সবাই। তাদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী, সবাই সমাজে নিজ নিজ অবস্থান নিয়ে সুপ্রতিষ্ঠিত।
প্রানের বন্ধু মোরা রংপুর বিভাগ ৯০ ব্যাচ এর সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ সাদিক এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি, বাপ্পী পাটোয়ারী, মঞ্জুর আলম, জোবায়ের মুকুল, মাসুমা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিখন, আমিনুল ইসলাম পিষ্টু, ডাঃ তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাহবাবুবুল আলম, আনজু মিয়া, সাদিক, ডায়মন্ড প্রমুখ। পরে সংগঠনের সভাপতি পারভিন আক্তারের গানে আবার দেখার প্রতিশ্রুতিতে ভাঙে মিলন মেলা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy