1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
প্রান গ্রুপের মিঠাই'এ মানহীন অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেপ্তার ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক মিরপুর গৃহায়ণ অফিস মামাতো -ফুফাতো দুই ভাইয়ের দৌরাত্মে জিম্মি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইটভাটা মালিক হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা সাভারে ১৬ বছর দু:সময়ের কান্ডারী নির্যাতিত বিএনপি নেতা খোরশেদ আলম ডক্টর ল্যাব এন্ড কনসালটেশনের শেয়ার হোল্ডারদের সাথে প্রতারনার অভিযোগ লোহাগড়ায় জোড়া হত্যাকান্ডের পর বীরমুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ রাজশাহী মেডিকেলে ৫ পুত্রসন্তানের জন্ম দিলো আত্রাইয়ের মেরিনার সুন্দরগঞ্জে মাসকলাই চাষে বীজ-সার বিতরণ

প্রান গ্রুপের মিঠাই’এ মানহীন অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১১.৫৯ পিএম
  • ৩৫ বার পঠিত

এস এম জীবন

রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে এমনকি জেলা শহরেও গড়ে উঠছে নামে-বেনামে বেকারি ও ফাস্টফুড এর দোকান। যেখানে তৈরি হচ্ছে প্রতিনিয়ত মানহীন অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী।এবার প্রান গ্রুপের মিঠাই এর বিরুদ্ধে মানহীন অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও কোমলমতি শিশুসহ প্রায় সব বয়সী মানুষের প্রিয় খাবারের তালিকায় থাকে বেকারি ও ফাস্টফুড এর খাদ্য সামগ্রী । তবে বেশিরভাগ বেকারি ও ফাস্টফুডের তৈরির সামগ্রীও ভেজাল পণ্য, নিরাপদ মনে করে বিষ কিনে খাচ্ছেন কি সাধারণ মানুষ।

আজ রোববার মিরপুর ১১ তে মিঠাই মিষ্টান্ন থেকে রেজওয়ান নামের একজন ব্যবসায়ী চিকেন পেটিস ২পিছ ১৬০ টাকা দিয়ে ক্রয় করেন নাস্তার জন্যে । একটা পেটিস ভালো পেলেও অন্যটিতে একবার মুখে দেওয়ার পর কালো শেওলা, বাসি দুর্গন্ধযুক্ত পান ।একই পন্য যেখানে ৩০/৪০ টাকায় পাওয়া যায় অন্য বেকারীতে সেখানে দ্বিগুণ দামে অস্বাস্থ্যকর পণ্য খেয়ে বিব্রত হয়েছন জৈনক রেজওয়ান। তিনি বলেন একটি নামি-দামি গ্রুপ কোম্পানির এতো বাজে পন্য সামগ্রিই উৎপাদন হয় তা মেনে নেওয়ার মতো না কর্তৃপক্ষের সঠিক মনিটরিং না থাকায় এই অবহেলার শিকার হলেন তিনি। তিনি এখন যে পেটিস খেয়েছেন তা অত্যন্ত স্বাস্থ্যঝুকির কারণ বলে মনে করেন

তিনি প্রতিবেদককে বলেন আমি কিডনি রোগী, আমার ৫২% কিডনি ড্যামেজ, আমার ভাজা পোড়া খাওয়া তেমন হয়না, শখ করেই আজ খেতে গিয়েছিলেন।
কিছুটা খেয়ে বমি করে দিয়েছি, আমি এখন চিন্তিত কিছু না হয়ে যায়। আমার শারীরিক খতির জন্য তাদের কাছে সহায়তা চেয়েছি তারা দিতে পারেনি উল্টো আমাকে ২ ঘন্টা বসিয়ে রেখেছেন। দামি ব্রান্ড হয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন বাংলাদেশে নিন্মমানের খাদ্য পরিবেশন ও পরিচালনা করছেন কিভাবে তারা ?তিনি সঠিক বিচারের প্রত্যাশা করেন।বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকির অভাব আছে কিনা প্রশ্ন রাখেন।

এ বিষয়ে পল্লবী থানাধীন ৭নং সেকশনের ৭নং রোডে ৮নং প্লটের মিঠাই আউট লুক ম্যানেজার মনিরের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক,তবে ভবিষ্যতে আর যেন এরকম না হয় সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে।

রিজিওনাল ম্যানেজার ( আর এম ও) জনাব নাসির বিষয়টি দুঃখজনক বলে প্রকাশ করেন তবে কোন সমাধান দিতে পারেননি।

এ বিষয়ে আরো জানতে প্রাণ গ্রুপের গণযোগাযোগ কর্মকর্তা তৌহিদুজ্জামানের সঙ্গে কথা বললে তিনি প্রতিবেদককে বলেন, বিষয়টি তিনি অফিসিয়াল ভাবে জানতে পেরেছেন তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সঠিক বিষয়টি লেখার জন্য পরামর্শ দিয়েছেন এবং বলেছেন তিনিও সাংবাদিক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews