প্রেমের ফাঁদে ফেলে অপহরণ;বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী গ্রেপ্তার !
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
রংপুরে ভুয়া ফেসবুক আইডি দিয়ে মেয়ে সেজে ম্যাসেঞ্জারে একাধিক ছবি পাঠিয়ে প্রেমের অভিনয় সাজিয়ে অপরহরণ করে টাকা আদায়ের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে আটক করছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ।
Surjodoy.com
শনিবার (৫ জুন) দুপুরে নগরীর সর্দার পাড়া এলাকার ছাত্রাবাস থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ,নীলফামারি ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ী এলাকার কলিমুদ্দীন মন্ডলের ছেলে ও বেরোবির ইংরেজি বিভাগে ৫ম ব্যাচের ছাত্র মানিক রহমান সাজু (২৭), পঞ্চগড় অটোয়ারী উপজেলার মংলু চন্দ্রের ছেলে ও বেরোবির ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের ছাত্র দুলাল চন্দ্র (২৭), লালমনিহাটের কালিগঞ্জ উপজেলার চলবলা এলাকার পুলিন চন্দ্রের ছেলে ও বেরোবির গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের ছাত্র জগত পতি (২৬), লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী এলাকার বারেক মিয়ার ছেলে ও বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র শাহ আলম সাদেক (২৬)।
The Daily surjodoy
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা ফেসবুকে “সিনথিয়া” নামে ফেইক আইডি খুলে নীলফামারি জেলার ডিমলা এলাকার রোকনুজ্জামান মিয়ার ছেলে আসাদুজ্জামান আসাদ (২৬) কে প্রেমে ফেলে দীর্ঘদিন যাবৎ মেয়ে কন্ঠে কথা বলে আসছিল এবং আজ দুপুরে তাকে দেখা করার কথা বলে রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে আসে।
The Daily surjodoy
এরপর ৬/৭ জন ভিকটিম আসাদুজ্জামান কে কৌশলে জিম্মি করে দুপুর ১ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ফোনের মাধ্যমে ১ লক্ষ টাকা দাবি করে ও মারধোর করে বিকাশে ২৩ হাজার টাকা এবং একটি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়ে ভুক্তভোগী কে ছেড়ে দিলে তিনি তাজহাট থানা পুলিশ বিষয়টি অবগত করলে তাজহাট থানা পুলিশ অপহরণকারীদেরকে সর্দারপাড়া থেকে আটক করে।
The Daily surjodoy
পরে সন্ধ্যায় ভুক্তভোগী আসাদুজ্জামান বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। বাকি অজ্ঞাত আসামীদের গ্রেফতার করতে তাজহাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy