তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে ‘প্রেসক্লাব নান্দাইল’-এর কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আলহাজ মোহাম্মদ হান্নান মাহমুদ (দৈনিক কালবেলা) পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান (দৈনিক যুগান্তর) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদরে অবস্থিত প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে ১৬তম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খানের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য কবি আহসান খান পারভেজের সঞ্চালনায় প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও আজীবন সদস্যগণসহ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া সর্বসম্মতিক্রমে বাবু অরবিন্দ পাল অখিল (সহ-সভাপতি), প্রবাল মজুমদার (সহ-সাধারণ সম্পাদক), হাজি রফিকুল ইসলাম খোকন (কোষাধ্যক্ষ), জালাল উদ্দিন মন্ডল (সাংগঠনিক সম্পাদক), অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, স্বপন কুমার সাহা, আলী আহসান খান পারভেজ, আ. হামিদ রতন ও আল আমিন সরকারকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত করা হয়।
প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy