প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ৭:৪৯ পি.এম
পড়ন্ত বিকেলের আড্ডাতে হয় সিদ্ধান্ত আসবে অতিথি আয়োজন কর
অতিথি
গোলাম রাব্বী
পড়ন্ত বিকেলের আড্ডাতে হয় সিদ্ধান্ত
আসবে অতিথি আয়োজন কর।
রাতে নেই ঘুম কর আয়োজন
শেষ হয় আয়োজন অতিথির আগমন।
হও পরিচিত যদি না থাকে পরিচয়
ঘুরাঘুরি চলাচল অপরিচিতদের সাথে কি হয়?
এক সাথে চল ফির ঘুর আড্ডা কিছু দিন
হয়ে যাবে নিকটতম দের একজন একদিন।
এভাবে চলবে অল্প কিছু দিন,
হঠাৎ একদিন জ্বলবে লাল বাতি
থাম থাম থাম
অতিথির সময় ফুরিয়ে এল।
চলে যাবে পর দিন একটু একটু কাঁদিয়ে
লাগবে কিছু দিন ফাঁকা ফাঁকা চলার পথে।
হবে না যোগাযোগ চলে গেছে অনেক দূর
ভূলে যাবে একদিন পরবে না মনে।
বহু দিন পরে হঠাৎ দেখা
রাস্তার মোর নয় তো বা অনলাইনে।
নেওয়া হয়ে খোঁজ খবর আলাপন নতুন করে
কিছু দিন আড্ডা হবে অনলাইনে
হবে আলাপন পিছনের বহু দিন নিয়ে
এভাবে যাবে আরও কিছু দিন।
আবারও কোন এক দিন হারিয়ে যাবে
আগের মতো বহুদিনের জন্যে,
হয়তো আবারও দেখা হবে
কোন এক রাস্তার মোরে।।।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy