চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে বন্যাদুর্গত মানুষের মাঝে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ির সুয়াবিলে বন্যাদুর্গত মানুষের মাঝে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগী।
এসময় আরো উপস্থিত ছিলেন– মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, সফিউল আলম, খালেদ বাবুল, মুনসুর চৌধুরী, জয়নাল আবেদীন, সিরিজ দৌল্লা দুলাল, মহানগর ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কফিল, কমরু, শরিফ, মিন্টু, সাহেদ, ইউসুফ, নূর, ফারুক, যুবদল নেতা মোসরাফুল আনোয়ার মশু, গাজী আমানুল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, ওসমান, একরাম, ছাত্রদল সভাপতি মাহিন উদ্দিন, সাইফুদ্দিন, বাবলু ও মিনহাজ।
এই সময় চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে বলেছেন অনেকেই দলে অনুপ্রবেশ করেছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নাম বিক্রি করে অনেকে চাঁদাবাজি করছে। বিএনপি, যুবদল ছাত্রদল পদধারী কেউ যদি এ কাজে জড়িত থাকে আপনারা সাংবাদিক বন্ধুদের আমরা অনুরোধ করি তথ্য প্রমাণসহ আমাদেরকে দিবেন। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরিষ্কার করে বলেছেন– তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করা হবে।
এসময় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট একজন ফ্যাসিস্ট পলায়ন করেছেন কিন্তু ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় ওতপ্রতভাবে আছে। ওরা বিভিন্ন কৌশল চালিয়ে আমাদের সাথে মিশে অন্যায় করার চেষ্টা করছে। আমরা তাদের অনেককেই ধরে ফেলেছি। এই অনুপ্রবেশকারীদের আপনারা দেখলে আমাদেরও সজাগ করবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy