
ফটিকছড়ি প্রতিনিধি :
চটগ্রাম ফটিকছড়িতে তৃতীয় দফায় আরোও ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল, চটগ্রাম জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তরের ভ্রম্যমাণ আদালত।বুধবার (৩মার্চ) সকাল থেকে সারাদিন অভিযান চালিয়ে, উপজেলার পাইন্দং ইউ পির, চামার দিঘি সংলগ্ন, এস এনবি ব্রিক ও একতা ব্রিক বুল্ডোজার দিয়ে গুঁড়িয়ে ভেঙ্গে দেওয়া হয়।ভ্রম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুরাইয়া ইয়াসমিন, এসময় সাথে বিজিবি, রাব ও পুলিশ উক্ত ভ্রাম্যমাণ আদালত কে সহায়ত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply