প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ৯:৩১ এ.এম
ফরিদগঞ্জে ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
আমান উল্লাহ প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তিনতলা বিশিষ্ট একটি আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর তীরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ হচ্ছে।
ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রকৌশলীকে উদ্দেশ্যে করে এমপি বলেছেন, ‘কাজ যখন শুরু হবে আপনারা নজর রাখবেন। যাতে কাজটি সুন্দরভাবে শেষ হয়। ঠিকাদার যাতে অনিয়ম করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। দীর্ঘদিন পর এখানে একটি আধুনিক মানের বাংলো হচ্ছে। বিষয়টি অতিতে কেউ নজর দেয়নি। ঢাকা থেকে এখানে কোনো মেহমান আসলে থাকার জায়গা ছিলো না। একটু বিশ্রাম নেয়ার কোনো ব্যবস্থা ছিলো না। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’ এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে বলেন,‘উটতলী ব্রিজ নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহতো করা হবে, তোমরা প্রস্তুত থাকবে।’
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, জেলা পরিষদের প্রকৌশলী ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসনে, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, জেলা পরিষদের সদস্য ও পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন, সদস্য জোবেদা মজুমদার খুশি, উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আল-আমিন আ’লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy