নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে,(২৭ এপ্রিল) বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ইউনিয়ন পরিষদের প্রথম সভার কর্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রথমে নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এরপরে নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান।
কানাইপুর ইউনিয়ন পরিষদের সচিব ভবেশ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে,
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গত ১৬ মার্চ সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন প্রশাসন ও সাংবাদিক ভাইয়েরা। তিনি বলেন, নির্বাচনে ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করছেন। আমার ইউনিয়নের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে আমি জনগণকে উপহার দিবো। আরো বলেন, ইউনিয়নের জনসাধারণকে সাথে নিয়ে এলাকার সকল উন্নয়ন কাজগুলো করবো। তিনি একই সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বেকার যুবক-যুবতীদের কর্মস্থান সৃষ্টি করবেন বলে জানান। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়াতে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আঃ মোতালেব শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের সদস্য রকিবুল আলম খান প্রমুখ।
এই অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্ব পালন করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা।
অনুষ্ঠানে ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্য, সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্যসহ কানাইপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান পরিষদের তাঁর দায়িত্ব পালন করতে চেয়ারে বসেন। এসময় তিনি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্যদের পরিচিতি, প্যানেল চেয়ারম্যান নির্বাচিত, গ্রাম আদালতে বিচার কার্য, সাধারণ সভার তারিখ নির্ধারণ ও স্থায়ী পরিষদ গঠনসহ বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy