নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৮ মে) রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ৮ নং কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাট গোবিন্দপুর গ্রামের নান্নু প্রামানিকের বাড়ীর আঙ্গিনায় এই সভা অনুষ্ঠিত হয়।
১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম বাশারুল আলম বাদশা বিশ্বাস। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের সকল কাজে এলাকার জনগণ উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণ করলে ক্রমান্বয়ে একটি মডেল ইউনিয়নে পরিণত হবে। যেখানে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সুবিধা বণ্টনের ক্ষেত্রে কাউকে পেছনে ফেলে রাখা হবে না। তিনি বলেন, বর্তমান সরকার গ্রামের নাগরিক সুবিধা পৌঁছে দিতে ইউপিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে পর্যায়ক্রমে শহরের সুবিধাগুলো গ্রামে পৌঁছানো হবে। এজন্য শুধু সরকার একা নয়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ঈমান আলী খান, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আকলীমা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী সেখ প্রমুখ।
এসময় সভায় বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস, মোঃ ছিদ্দিক মাষ্টারসহ ১ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy