নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর
ফরিদপুরে ইজিবাইক চোর চক্রের মূলহোতা নাজিমুলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় একটি চুরি করা ইজিবাইক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
আজ (০৯ আগষ্ট) বুধবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে.এম. শাইখ আকতার।
কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সম্প্রতি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। ছিনতাই ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প গত (০৮ আগষ্ট) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জয়দেবপুর গ্রামের কাদেরী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইজিবাইক চোর চক্রের মূলহোতা মোঃ নাজিমুল ইসলাম (২৫), রাকিবুল ইসলাম রানা ওরফে রাকিব (২২), মোঃ অমিত হাসান আকাশকে (২৪) আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বাড়ী জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এসময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত ইজিবাইক, রুপার চুড়ি, রুপার ব্রেসলেট, ৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই ও চুরি করতো। সেগুলোর বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন-বিয়োজন ও রং পরিবর্তন করে ফরিদপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy