নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর
”সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (২৩ জুলাই) রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এরপরে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে, এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন শৈলেন চাকমা, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান হাবিব, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমুখ।
এসময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকতারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুশিল সমাজের প্রতিনিধিগণ ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।