”সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৭ তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, অন্ধকল্যাণ সমিতি ও সকল এনজিও সমূহের আয়োজনে, (১৫ অক্টোবর) রবিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস. এম. আলী আহসান এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার
(প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, এসডিসি সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল কুদ্দুস মোল্যা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার এস.এম. সুজাউদ্দিন রাশেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সমাজ সেবা কার্যালয়ের পক্ষ হতে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও ইলেকট্রনিক ডিভাইস বিতরণ করা হয় এবং দৃষ্টি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আঃ ছালাম খন্দকারকে একটি সাদাছড়ি লাঠি প্রদান করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
এসময় আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রধানগণ ও দৃষ্টি প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।