নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর
ফরিদপুর পৌরসভায় মাল্টি স্টেকহোল্ডারস স্টেয়ারিং কমিটির এমএসএসসি সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ জুলাই) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও পৌর প্যানেল মেয়র মতিউর রহমান শামীম এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাল্টি স্টেকহোল্ডারস স্টেয়ারিং কমিটির উপদেষ্টা ও পৌর মেয়র অমিতাভ বোস।
এসময় শহরের বান্ধবপল্লী মধুমতি ক্লিনার সমবায় সমিতির সদস্য স্বর্গীয় নমীতা রাণীর জীবন বীমার পঞ্চাশ হাজার টাকার চেক তার স্বামী ও সন্তানের হাতে তুলে দেন পৌর মেয়র।
সভায় পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান।
সভায় প্রাকটিক্যাল এ্যাকশন এর প্রতিনিধিগন পৌরসভায় সংস্থাটির চলমান DMDP, BMGF এবং FINISH Mondial প্রকল্প সমুহের কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও বক্তারা পৌরসভার মডেল ওয়ার্ড বিষয়ক পরিকল্পনা তুলে ধরেন এবং স্যানিটেশন কর্মীদের জন্য বীমার সুব্যবস্থা করায় প্রাকটিক্যাল এ্যাকশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানান এবং তা চলমান রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy