নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে মুরগিবাহী পিকআপভ্যান, যাত্রীবাহী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
(১৮ এপ্রিল) মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর পৌরসভার ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুরের মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা হলেন- ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)। তারা পরস্পরের মামা ভাগ্নে আত্মীয়। তবে, আহত দুই ব্যক্তির নাম জানা যায়নি।
দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহতরা সম্পর্কে তার ভাতিজা ও নাতি হন। তারা রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এসময় দুর্ঘটনার কবলে পড়েন। এতে নজরুল ঘটনাস্থলেই এবং রায়হানকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আজ (১৯ এপ্রিল) বুধবার বাদ জোহর বেলা ২ টায় ডোমরাকান্দি স্কুল মাঠে তাদের দুইজনের জানাজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা স্বীকার করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান ও ইজিবাইক এবং মোটরসাইকেল উদ্ধার করেছে এবং হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy