আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ সদর আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার সংসদ সদস্য প্রার্থী শামীম হক।
আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে শহরের চক বাজারে এক নির্বাচনী প্রচার অভিযান কালে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের অব্যাহত ধারাকে ধরে রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। তিনি বিএনপি'র হরতাল অবরোধ সম্পর্কে বলেন, বিএনপি কার্যত জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের হরতাল অবরোধে জনগণ সাড়া দিচ্ছে না । তারা হরতাল অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করেছেন। জ্বালাও পোড়াও এর নামে নাশকতা সৃষ্টি করেছেন, মানুষের জান মালের ক্ষতি করেছেন পরিবহনে আগুন দিচ্ছেন। এমনকি ট্রেনেও আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছেন। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমি নির্বাচন করছি। গতকাল আমার মার্কা পেয়েছি এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচনে জয়ী হতে পারলে ফরিদপুরকে উন্নয়ন করা হবে এবং স্মার্ট ফরিদপুর গড়ে তোলা হবে বলে সাংবাদিকদের জানান। এসময় তিনি তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে বলেন, নির্বাচন থেকে ব্যাহত করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার নির্বাচন করতে না দেওয়ার জন্য একের পর এক মামলা দেওয়া হয়েছে। আমার নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। সেইসাথে ফরিদপুর সদর আসনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক নজরুল ইসলাম সহ চকবাজারের ব্যবসায়ী বৃন্দ।
এদিকে দিনব্যাপী অংশ হিসেবে শহরের আলিপুরে নির্বাচনী প্রচার অভিযান করেন তিনি। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy