তৌহিদুল ইসলাম সরকার,ময়মনসিংহ থেকে,,পাঠানো তত্রচিএ,,
কিশোরগঞ্জের উভয় পার্কে, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কিশোরগঞ্জের আয়োজনে নৃত্য পরিবেশন করেন (পুনাক) শিল্পগোষ্ঠী - সব সখিরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখি, তোমার কানের সোনা সখিরে,ও সুজন সখিরে প্রেমের গাটে পারাপারি ধরা ধরি নাই, মনের মত মন হতে হয়।।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy