গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের উৎসবে মেতেছিল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ।
সকাল থেকে বর্ণিল সাজে ক্যাম্পাসে আসতে শুরু করে ছাত্র -ছাত্রীরা। হলুদ পাঞ্জাবী আর শাড়িতে ভরে যায় ক্যাম্পাস চত্বর।
সাজুক ভূবন বাসন্তী সাজে এ স্লোগানে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। সকাল সাড়ে ৯ টায় উৎসবমুখর পরিবেশে বসন্ত উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন।
শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,অত্র কলেজের গর্ভানিং বডির সাবেক সদস্য ও সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, সহকারী অধ্যাপক আফাজুর রহমান,আসরাফুল ইসলাম ও প্রভাষক হারুনুর রশিদ টিটু প্রমূখ। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।