মজলুম ফিলিস্তিনিদের আত্মরক্ষার সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি, দখলদার ইসরাইল কর্তৃক নীরিহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ এবং মাসজিদুল আক্বসার পবিত্রতা রক্ষার দাবীতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও জেলার সর্বোস্তরের মানুষ। রোববার (১৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলার সর্বোস্থরের মুসলিম জনসাধারণ। এতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি আলহাজ¦ মাওলানা শরীয়তুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা মাযহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাও: খলিলুর রহমান, সাংগঠানিক সম্পাদক মাও: শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাও: ওমর আলী, বায়তুশ শরফ মাদ্রাসা সুপার শামশুল আরেফীনসহ এসময় ওলামা পরিষদ, ইসলামী সংগঠনের শত শত নেতাকর্মী এবং জেলার সর্বস্থরের সাধারন মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিন কে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দ্রæত এক কাতারে আসারও আহবান জানান
।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy