শহিদুল ইসলাম সোহেল:
ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ,মৌচাক আইডিয়াল, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ,কোনাবাড়ি ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।মানববন্ধন শেষে কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের দু’পাশেই রয়েছে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যান। আমরা ফুটওভার ব্রিজের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ অবশ্যই প্রয়োজন। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন,ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশ প্রশাসনের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়। কিছুসময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।