ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলপুরথানাধীন ময়মনসিংহ -শের পুর সড়কে ভাইকান্দি নামক একটি বাজারের
পরে ২৬-১০-২০২১ ইং তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক রাত ৮ টায় এল,জি,ই,ডির ঠিকাদার আব্বাছের নিকট থেকে ৮ লাখ টাকা ডাকাতি হয়েছে। সে ডাকাতির ঘটনায় ঠিকাদার ৭জনের নাম চিহ্নিত করে ময়মনসিংহ সিনিঃ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিটে আদালতে অভিযোগ করেন । যার দরখাস্ত নং ৪৮০ ধারা নং ১৪৩।৪৪৮।৩৯২।৩৪ দঃ বিঃ। জুডিশিয়াল আদালতের বিচাক, বাদী ও সাক্ষীদ্বয়ের জবানবন্দির ভিত্তিতে অভিযোগ গ্রহণ করে ফুলপুর থানায় প্রেরণ করেন ব্যবস্থা নিতে । ফুলপুর থানার কর্মকর্তা(ওসি )অভিযোগ পেয়ে এস আই কবিরের উপর দায়িত্ব দিয়েছে। করেন। এদিকে এস আই কবির দায়িত্ব পেয়ে পুলিশী ক্ষমতার বলে মামলা রেকর্ড না করে আসামীদের সঙ্গে যোগাযোগ করে আদালতের অভিযোগ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা লিপ্ত।যার ফলে গত ২৮-১২-২০২১ আদালতে তারিখ থাকা সত্যেও ফুলপুর থানা দায়িত্বরত এস আই মামলার কোন রিপোর্ট আদালতের বিচারকের কাছে পাঠাচ্ছেন না। এস আই কবির-বাদীর কৃত অভিযোগের প্রতিবেদন আদালতে দাখিল সময় মতো না করাতে প্রতিয়মান হয় ঘটনা দুর্বল করে আসামীদের রক্ষার কৌশল করে যাচ্ছেন। এ ছাড়া বাদী এবং সাক্ষীর জবানবন্দি আদালত নিয়ে অভিযোগ গ্রহণ করে পরে ফুলপুর থানায় পাঠিয়েছে আদালত থেকে । এস আই কবির কি আদালতের উর্ধ্বে ? দারোগার ভাষ্য আর তার রহস্য জনক ভুমিকায় বাদীর সন্দেহ যে আসামী পক্ষ থেকে এস আই কবির অর্থ গ্রহণ করছে । তা না হলে ডাকাতির অভিযোগ রেকর্ডে সময় পার করার কারণ কি ? আসামী হলো ১। মোঃ ফরজ আলী (৪৫) পিতা মৃত আলিম উদ্দিন, ২। বাদশা আলম (৫২) পিতা মৃত ছলিম উদ্দিন, ৩। নজরুল ইসলাম (৩৫)পিতা মৃত আঃ মোতালেব, ৪। হাবিবুর (৩৬) পিতা মৃত হাচি,৫। সোহেল (২০) পিতা মতি-সর্ব সাং বন্দ ভাটপাড়া, ৬। রেজাউল (৩২) পিতা মৃত জোতিশ মিয়া,,সাং ঝিনাইগাতী থানা ঐ জেলা শেরপুরএবং৭।মোঃ টিটু মিয়া (৩০) পিতা পচু মিয়া,সাং বাশাঁটি নয়া পাড়া থানা ফুলপুর জেলা ময়মনসিংহ। এ সব চিহ্নিত আসামী থানা পুলিশ গ্রেপ্তার না করাতে বাদী আব্বাছ চরম আতংকিত অবস্থায় আছে ব্যবসায়ী কাজ নিয়ে । কারন উল্লেখিত চক্রের সঙ্গে বিভিন্ন স্থানের খারাপ প্রকৃতির লোকজন এর সম্পর্ক রয়েছে । উল্লেখিত চক্রের সদস্যরা রাস্তায় পরিকল্পিত ভাবে সু কৌশলে আব্বাছকে আটকায়ে টাকা লুট করেছে । এ চক্রের বিরুদ্ধে প্রতিকার গ্রহণ করে গ্রেপ্তার একান্ত জরুরী।