নুসরাত জাহান
দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করেছে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ফুলবাড়ী।
'মানুষ মানুষে ভেদাভেদ নাই, সবার আগে জীবন বাঁচাই' এই মূলমন্ত্রকে ধারন করে ১৪ অক্টোবর সোমবার ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসুচীর আয়োজন করা হয়েছে। সর্ব সাধারণের জন্য সকাল ৯ টা থেকে দিনব্যাপী এই মহতি কর্মসূচীর আয়োজন করেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ। এই মহতি আয়োজনকে সফল করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন "স্বজন" সহযোগীতা প্রদান করবেন।
স্বজনের প্রতিষ্ঠাতা রাবির প্রাক্তন শিক্ষার্থী ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজার রহমান ঋতু জানান, যারা রক্তের গ্রুপ নির্নয় করতে আসবেন তাদের ডোনার বা সদস্য কার্ড প্রদান করা হবে।
মুমূর্ষু রোগীর জরুরী রক্তের প্রয়োজনে এগিয়ে আসুন-এই আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy