প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২১, ৭:৩৩ পি.এম
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নারী আটক : ৪ ঘণ্টা পর ফেরত !
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে ময়না বিবি (৩৫) নামের এক ভারতীয় নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটকের চার ঘন্টা পর বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
ভারতীয় ওই নারী কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বসকোঠাল গ্রামের তপুর উদ্দিনের মেয়ে।
বিজিবি ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার ৯৩৫ এর ৪ এসের পাশ থেকে বাংলাদেশের অভ্যান্তরে ২শ গজ দুরে খলিশাকোঠাল এলাকায় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি’র সদস্যরা ওই নারীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি কাঁটাতারের বাহিরে এবং হারিয়ে যাওয়া ছাগল খোঁজার জন্য সে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল।
পরে বিজিবি’র হাতে ভারতীয় নারী আটকের বিষয়টি বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা জানতে পারলে ওই নারীকে ফেরত চেয়ে মৌখিক ভাবে বিজিবিকে জানান।
পরে দুপুর দেড়টায় এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র সদস্যরা ওই ভারতীয় নারীকে বিএসফের কাছে হস্তান্তর করে।
এ সময় লালমনিরহাট ১৫ বিজিবি-ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার ফরিদুর রহমান ও ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধীন বসকোঠাল ক্যাম্পের এস আই শ্যাম পাল।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনাভাইরাস মোকাবেলায় ২৪ ঘন্টা সর্তক প্রহরায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা নিয়োজিত রয়েছে।
যাতে অবৈধভাবে কোন ভারতীয় নাগরিক দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় বিজিবি’র টহল অব্যাহত থাকবে। সেই সাথে সরকারি নির্দেশনা মেনে বিজিবি’র সদস্যরা সীমান্তে টহলের পাশাপশি করোনা মোকাবেলায় জনসচেতনা মূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy