প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২১, ৬:১১ পি.এম
ফুলবাড়িতে প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট সম্পন্ন
আশিকুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২টা ৩০ পর্যন্ত ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি জছি মিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে, প্রাণ-আরএফএল গ্রুপ, কিছুসংখ্যক পুরুষ ও মহিলা কর্মীদের প্রাথমিকভাবে বাছাই এবং নিয়োগ প্রদান করে।
জানা গেছে, নরসিংদী জেলার ঘোড়াশাল উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন একটি কারখানার জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে এই নিয়োগ প্রক্রিয়া গত তিনদিন যাবৎ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শেষদিনের মত ফুলবাড়ি থেকে পুরুষ ৭৯ জন ও নারী ১১ জন, নাগেশ্বরী থেকে পুরুষ ৩ জন ও নারী ১ জন এবং ভূরুঙ্গামারী থেকে আজ পুরুষ ৭ জন ও মহিলা ১ জনসহ সর্বমোট আজ ৮৯ জন পুরুষ ও ১৩ জন নারী কর্মীকে বাছাইপূর্বক প্রাথমিকভাবে নিয়োগ প্রদান করা হয়; এবং এদেরকে ২৬/০১/২১ ইং তারিখে প্রশিক্ষণের জন্য সরাসরি প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ঘোড়াশালে (নরসিংদী) রিপোর্ট করতে বলা হয়।
নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন, প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতে আগত, এইচআর ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার (ফ্যাক্টরি) সেলিম খান এবং পিআইপি-ডিপিএল ডিপার্টমেন্টের এ্যাডমিন সাব-এসিস্ট্যান্ট ম্যানেজার নিখিল চন্দ্র।
নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পাদনা করতে সহযোগিতা করেন ফুলবাড়ি জছি মিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার ও ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যানের পুত্র পাসু সরকার।
উক্ত রিক্রুটমেন্ট প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা থেকে আগত "ডোনেট ফর ভূরুঙ্গামারী" অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং দৈনিক সূর্যোদয় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক।
প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতে আগত রিক্রুটমেন্ট টিমের সেলিম খান ও নিখিল চন্দ্র জানান, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy