প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৬:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২১, ১:৩১ পি.এম
ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফল,এক ইউনিয়নের ফলাফল স্থগিত
শহিদুল ইসলাম সোহেলঃ
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নেও ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সকাল আটটা থেকে সুষ্ঠ নিরপেক্ষভাবে ভোট গ্রহণ শুরু হয়।ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে টানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।তবে কয়েকটি কেন্দ্রে চারটার পরেও মহিলা ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে।এসময় উপজেলা নির্বাচন কমিশন অফিসের নির্দেশ মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিতে নির্দিষ্ট সময়ের পরেও লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট গ্রহণ করা হয়েছে বলেও জানা গিয়েছে।ভোট গ্রহণ শেষে ৮টার মধ্যে প্রায় সকল কেন্দ্রের ভোট গণনা শেষ হলেও উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে সাধারণ ইউপি সদস্য সমর্থিত নেতাকর্মীদের মাঝে উশৃংখল পরিবেশ সৃষ্টির কারনে তাৎক্ষণিক ফলাফল ঘোষণায় বাঁধার সৃষ্টি হয়।অতঃপর রাত এগারোটা নাগাদ ১২টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়।একটি কেন্দ্রের ফলাফল নিয়ে জটিলতা থাকায় (৫নং) ৩নং কুশামাইল ইউনিয়নের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন- সরকার দলীয় (নৌকা) মনোনিত ৪জন প্রার্থী এবং সতন্ত্র পার্থী ৮জন।সতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী ৮ জন চেয়ারম্যানের ৪জন আওয়ামিলীগ'র বিদ্রোহী প্রার্থী এবং বাকী ৪জন বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হওয়ার খবর পাওয়া গিয়েছে।তবে ধাওয়া পাল্টা ধাওয়া সহ বিভিন্ন ইউনিয়নেই ছোট ছোট সংঘর্ষের ঘটনা ছিলো বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে।এছাড়াও তফসিল ঘোষণা থেকে এপর্যন্ত চলমান নানা ধরনের সহিংসতার মধ্যদিয়েই নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।
প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উপজেলার ১৩টি ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান'রা হলেন-
১নং নাওগাঁও ইউনিয়নে (আনারস) প্রতীকে মোজাম্মেল হক (মোজা)।
২নং পুটিজানা ইউনিয়নে (আনারস) প্রতীকে সাইদুর রহমান(রয়েল)
৩নং কুশমাইল ইউনিয়নে এই সংবাদ লেখাঅবধি কোন ফলাফল সংগ্রহ করা যায়নি।
৪নং বালিয়ান ইউনিয়নে (আনারস) প্রতীকে শেখ মোহাম্মদ মিজানুর রহমান।
৫নং দেওখোলা ইউনিয়নে (নৌকা) প্রতীকে মো. তাজুল ইসলাম (বাবলু)।
৬নং ফুলবাড়িয়া ইউনিয়নে (চশমা) প্রতীকে মো. জয়নাল আবেদীন (বাদল)।
৭নং বাক্তা ইউনিয়নে (মোটরসাইকেল) প্রতীকে মুহাম্মদ ফজলুল হক (মাখন)।
৮নং রাঙামাটিয়া ইউনিয়নে (চশমা) প্রতীকে মো. রফিকুল ইসলাম চৌধুরী (মুক্তা)
৯নং এনায়েতপুর ইউনিয়নে (নৌকা) প্রতীকে মো. বুলবুল হোসেন
১০নং কালাদহ ইউনিয়নে (আনারস) প্রতীকে মো. নজরুল ইসলাম মাষ্টার।
১১নং রাধাকানাই ইউনিয়নে (নৌকা) প্রতীকে গোলাম কিবরিয়া (শিমুল)
১২নং আছিম পাটুলী ইউনিয়নে (চশমা) প্রতীকে মো. ইমরুল কায়েস
১৩নং ভবানীপুর ইউনিয়নে (নৌকা) প্রতীকে জবান আলী সরকার
এ সংবাদ লেখাঅবধী উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন কমিশন অফিস কর্তৃক কোন চেয়ারম্যান প্রার্থীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়নি।এবিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফুলবাড়িয়ার উপজেলা প্রশাসন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy