প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২১, ৩:২৭ এ.এম
ফুলবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট হেলাল গ্রেফতার
শহিদুল ইসলাম সোহেলঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিন্হিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫/৯/২০২১ইং)দুপুরে উপজেলার কৈয়ার চালা(উত্তর পারা)এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট খ্যাত হেলাল মাহমুদ (৩৭)কে আটক করে পুলিশ।এসময় তার কাছ থেকে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।আটক কৃত হেলাল উপজেলার বাক্তা (নিশ্চিন্তপুর) গ্রামের মৃত:কাশেমে মিয়ার ছেলে।
মামলার বিবরনে জানা যায়,রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া থানার এসআই মোকতাদিরুল হাসান,এএসআই রকিবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কৈয়ারচালা উওরপাড়া সাকিনস্থ আগার আকন্দ জামে মসজিদ এর সামনে কাচা রাস্তার পাশে অভিযান চালায়।এসময়,১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল মাহমুদকে গ্রেফতার করা হয়।
এর আগেও তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।সে টেকনাফ থেকে বিভিন্ন ভাবে ইয়াবার চালান এনে তা ফুলবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করতো বলে জানা গেছে।
সোমবার ৬ই সেপ্টেম্বর ফুলবাড়িয়া থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা(মামলা নং-৮) দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয় ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যেই ফুলবাড়িয়াতে মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।ইতিমধ্যে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।ইতিমধ্যেই চিন্হিত মাদক ব্যবসায়ীদের অনেককেই আটক করা হয়েছে।
এছাড়াও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।ফুলবাড়িয়া উপজেলাকে মাদক মুক্ত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy