ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান চলার সময় এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়।শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্য শারীরিক প্রতিবন্ধী মো. রফিকুল ইসলাম খবর পেয়েছে তিনি এসএসসি পরীক্ষায় জিপি এ ৪.৪৬ পেয়ে পাশ করেছেন। তিনি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যরফিকুল ইসলাম এবং দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। এবার যোগ হয়েছে নতুন করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে তালা প্রতীক নিয়ে ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। শারীরিক অসুস্থতায় অষ্টম শ্রেণির পর আর সে পড়তে পারেননি রফিক।তবে বয়স চক্ষু লজ্জাকে পাত্তা না দিয়ে এবার এসএসসি পাশ করেছেন ময়মনসিংহের একজন ইউপি সদস্য রফিকুল ইসলাম। ৫৮ বছর বয়সী এ ইউপি সদস্য এস এস সি পরীক্ষায় জিপিএ ৪.৪৬পাওয়া সাফল্যে রফিকুল ইসলামের পরিবার বর্গের সদস্যরা আনন্দিত। এ বিষয়ে তার সন্তান আব্দুল্লাহ আল মারুফ বলেন, আমার খুবই আনন্দ হচ্ছে যে আমার বাবা পরীক্ষায় পাশ করেছেন। তার স্ত্রী আমেনা খাতুন বলেন, আমার স্বামীর অনেক দিনের ইচ্ছে ছিল ম্যাট্রিক পাশ করবে। আজ তার সেই ইচ্ছা পূরণ হয়েছে দেখে আমার খুব খুশি লাগছে। রফিকুল ইসলামের শিক্ষক আবুল কালাম বলেন, উনি আমাদের বললেন অনেকেই তো আইএ, বিএ পাশ করে। পড়ালেখা না করে ভুল করেছি এখন কি কোনো সুযোগ আছে লেখাপড়ার? তবে এজন্য তাকে সইতে হয়েছে গ্রামবাসীর অনেক ট্রিটকারী। এখন তার পাশের খবর জেনে অভিনন্দন জানাচ্ছেন। প্রকৃত পক্ষে শিক্ষার কোন বয়স নেই- ইচ্ছা শক্তি বড় বিষয়।