প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ১১:৪৯ পি.এম
ফুলবাড়ীতে ইউপি সদস্যের অনিয়মের তদন্ত;

ফুলবাড়ীতে ইউপি সদস্যের অনিয়মের তদন্ত;
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য বাদশা মিয়ার বিরুদ্ধে তার স্ত্রী বিউটি বেগমের নামে ২০১৮-১৯ চক্রের ভিজিডি কর্মসূচি, ২০১৭-১৮ হইতে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ইজিপিপি'র আওতায় নিজ স্ত্রীর নাম তালিকাভুক্ত করে চাল ও টাকা আত্মসাত করার অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
Surjodoy.com
ইউপি সদস্য বাদশা মিয়ার দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় ওয়ার্ডবাসী ওবাইদুল হক ও সাবেদ আলী দুনীর্তি দমন কমিশন রংপুর ,কুড়িগ্রাম জেলা প্রসাশক ও উপজেলা নিবার্হী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
The Daily surjodoy
তদন্তকারী কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন জানান, ভাঙ্গামোড় ইউনিয়নের সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে আমরা বাদী-বিবাদী উভয় পক্ষের কাছ থেকে জবানবন্দী গ্রহণ করেছি। তদন্তের প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy