আশিক ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি;
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারে সর্বস্তরের মানুষের জন্য কোভিড-১৯ টিকার ফি রেজিষ্ট্রেশন চালু করেছে। ৪০ উর্ধ্ব বয়সের যে কেউ মোবাইল ফোন ও এনআইডি কার্ড সাথে নিয়ে এসে এখানে বিনামূল্যে করোনা টিকার রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড নিতে পারেন।
পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া জানান, আমরা করোনা টিকা গ্রহনে জনসাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টি ও তাদেরকে স্বাস্থ্য সচেতন করে তুলতে এ কর্মসূচি হাতে নিয়েছি। অনেকের এ্যান্ডোয়েড ফোন নেই, তাছাড়া ফোনে রেজিষ্ট্রেশন করলেও টিকা কার্ডটি প্রিন্ট করে নিতে হয়। আমাদের এখানে এসে রেজিষ্ট্রেশন করলে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হয়।
পাঠাগারের সভাপতি ও পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায় বলেন, আমরা এমাসের ৯ তারিখ থেকে ফ্রি রেজিষ্ট্রেশন চালু করে এপর্যন্ত দুই শতাধিক ব্যক্তিকে টিকাকার্ড প্রদান করেছি। রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে আমাদের সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র অনুপম সৈকত অপু। আমি তার এ কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই।
এ পাঠাগার থেকে কোভিড-১৯ এর ফ্রি রেজিষ্ট্রেশন ও টিকাকার্ড সংগ্রহ করে টিকা গ্রহন কারী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রমজান আলী,দিনমজুর মনছার আলীর সাথে কথা হলে তারা বলেন, আমরা খুব সহজেই বিনামূল্যে এ পাঠাগার থেকে টিকাকার্ড সংগ্রহ করে টিকা নিয়ে সুস্থ আছি। তারা সকলেই পাঠাগারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বের অনেক দেশের আগেই করোনার টিকা পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..