প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ১২:২২ এ.এম
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ও মানবিক সহয়তা পাচ্ছে ১২শ’ পরিবার

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ও মানবিক সহয়তা পাচ্ছে ১২শ' পরিবার
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনায় বিস্তার রোধে ঘোষিত লকডাউনের প্রভাবে কর্মহীন, অসচ্ছল, গরীব অসহায় ১২শ' পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহয়তা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১২ জুলাই সোমবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে জিআর কর্মসূচির আওতায় বিভিন্ন পেশার কর্মহীন ও গরীব অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা সামগ্রী (চাল, ডাল, তেল, লবণ) বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।
বিতরণ কার্ক্রমের উদ্বোধন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুঃস্থ পরিবার এবং করোনার বিস্তার রোধকল্পে ঘোষিত লকডাউনের কারণে দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হল। অত্র উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট এক হাজার দুইশত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy