প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২১, ১২:৩৫ এ.এম
ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্বোধন

ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্বোধন
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রতিটি উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের ধারাবাহিকতায় সোমবার বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি ভিডিওবার্তায় উদ্বোধন করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।
Surjodoy.com
পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাঙ্গণে মুনাজাত ও মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন ফায়ার সার্ভিস কুড়িগ্রামের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম।
The Daily surjodoy
এ সময় উদ্বোধনী কার্যক্রম দেখতে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে শত শত নর-নারীর ঢল নামে ও আনন্দে আত্মহারা হয়ে অনেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
The Daily surjodoy
জানা গেছে, উপজেলা সদরের চদ্রখানা মৌজার নাওডাঙ্গা পুলের পাড় এলাকায় ৩৩ শতক জমির উপর নির্মান করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুই বছরে নির্মান কাজ শেষ করে কুড়িগ্রাম গণপুর্ত বিভাগ। ফায়ার সার্ভিস টি চালু হওয়ায় উপজেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষ আগুনের ক্ষতিসহ বিভিন্ন দুর্যোগে সহায়তা পাবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy