প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২১, ২:৪০ এ.এম
ফুলবাড়ীতে ৬৯টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর দৃষ্টি নন্দন কাশবন যেন জানান দিচ্ছে দেবীর আগমনী বার্তা।
১১ অক্টোবর দেবী বোধনের মধ্যদিয়ে শুভ সূচনা হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। হিন্দু শাস্ত্রীয়মতে, প্রতি বছরই মা দূর্গার কোনো না কোনো বাহনে চরে মর্তে আগমন ঘটে। সনাতন ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবং শেষ হবে ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।
এ বছর কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি মন্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার দেবী দূর্গা আসবে ঘোটকে চড়ে এবং যাবে দোলায় চড়ে। ঘোটকে চড়ে আসায় এবার পৃথিবী ধন-ধান্যে পূর্ণ হবে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক ভারত চন্দ্র রায় জানান, এবারে ফুলবাড়ীতে দূর্গা পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে এবং তা সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy