ফুলবাড়ীয়ার অক্সিজেন আখালিয়া নদী দূষণের শেষ প্রান্তে ।
জহিরুল ইসলাম,
ফুলবাড়ীয়ার পৌর ভবন সংলগ্ন কাঠের সেতুর বাম পাশে ময়লার স্তূপ ।
Facebook Twitter share
দেখে অবাক একদিকে দৃষ্টি নন্দন কাঠের ব্রিজ তার সামনেই চাক চিক্য পৌর ভবন অন্যদিকে সকাল বেলার ময়লার গাড়ী সংগ্রহ কৃত ময়লা নদীতে ফেলা হচ্ছে যা হতবাক করে সবাইকে ৷
যা পৌর সভার জনগনের জন্য অত্যন্ত বিব্রত কর৷
অথচ আখালিয়া নদীর দুই পার কে নিয়ে কত স্বপ্ন দেখে এলাকার তরুনরা!যানজটের শহর ফুলবাড়িয়া কে রক্ষা করতে হলে আখালিয়া নদীর দু'পাশে কে ঘিরে একটা মহাপরিকল্পনা করা যেতে পারে ৷
Surjodoy.com
ভালুক জান থেকে আখালিয়া নদীর দুই পারকে বাধদিয়ে সংরক্ষণ করলে , একদিকে সকাল বিকাল হাটার রাস্তা , শিশুদের জন্য ছোট মিনি পার্ক , দুই পাশ দিয়ে বড় রাস্তা সোজা চলে যাবে ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয় পর্যন্ত ৷
সেখান থেকে খাল পার হয়ে যুক্ত হবে ফুল বাড়ীয়া ময়মনসিংহের মেইন রোডে | আখালিয়া নদী ফুলবাড়ীয়ার অক্সিজেন এই দূষণ ফুলবাড়ীয়া পৌরসভা জেনে করছে না জেনে করছে তা বোধগম্য নয় !
The Daily surjodoy
আমাদের প্রাণের স্পন্দন ফুলবাড়ীয়া আখালিয়া নদীকে দূষণের মাত্রা থেকে রক্ষা করতে হবে এলাকাবাসীর প্রানের দাবি৷ ফুলবাড়ীয়ার পৌর সভাকে অধুনিক বর্জ ব্যবস্থাপনায় রুপান্তর ও যোগ উপাযোগী সিন্ধান্ত নিলে এলাকাবাসীর স্বপ্ন আখালিয়া নদী রক্ষা হয় ৷
এ জন্য ফুলবাড়ীয়ার মেয়র ও ফুলবাড়ীয়ার মাননীয় এম পি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy