নিজস্ব প্রতিবেদক
হাসবো সবাই প্রাণ খুলে বাছবো সবাই মিলেমিশে এই স্লোগান রেখে ফুলের হাসি ফাউন্ডেশন এর উদ্যোগে আজ কোরান মজিদ, জায়নামাজ ও টুপি বিতরন করা ২ টা হাফেজিয়া মাদ্রাসায়।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ নওশেদ সরোয়ার পিল্টু, উপদেষ্টা আব্দুল মোতালেব ও সা: সম্পাদক তসলিম হাসান হৃদয়, সিনিয়র সহ সভাপতি ক্যাপ্টেন সাঈদুল ইসলাম, সহ সভাপতি মেহেরুন নিপা, অর্থ সম্পাদক মো: কামাল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সালমান, ছাবিহা রক্সি, ইফতি খান, রুবেল, সোহেল সহ ফাউন্ডেশন এর অন্য সদস্যরা।
উপদেষ্টা শেখ নওশেদ সরোয়ার পিল্টু তার বক্তব্যে, বলেন ফুলের হাসি ফাউন্ডেশন সামাজিক, মানবিক সংগঠন এই সংগঠন পথশিশুদের নিয়ে ও ইসলামিক কার্যক্রম এর মধ্য দিয়ে পথচলা। ইনশাআল্লাহ কোরান পাখিদের সাথে সব সময় আছে ফুলের হাসি ফাউন্ডেশন।
তসলিম হাসান হৃদয় বলেন, ফুলের হাসি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সব সময় আমরা সামাজিক ও মানবিক কাজ গুলো করে থাকি। বিগত দিনের মত আগামীতেও এভাবে কাজ করে যাবে ফুলের হাসি ফাউন্ডেশন।