মোহাম্মদ জুবায়ের
র্যাবের অভিযানে ফেনীতে কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ৩ সদস্য গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী জেলার সার্কিট হাউজ এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে PK” নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান সোহেলসহ রবিবার (২ জুন) রাত আটটার দিকে
তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলার সোনাগাজীর আহম্মদপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মোঃ সোহেল (২০), ফেনী সদর দক্ষিন কাশিমপুর এলাকার বেলাল হোসেনের ছেলে মোঃ ইয়াসিন (২০) ও নোয়াখালীর সুবর্ণচর পুর্বচরবাটা এলাকার ফজলুল হকের ছেলে মোঃ বেলাল উদ্দিন।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনী রেলস্টেশন এবং সার্কিট হাউজ এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা“PK” কিশোর গ্যাং এর সদস্য। এছাড়াও তারা সাধারণ মানুষ সহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
এঘটনায় র্যাব-৭ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ ফেনী মডেল থানায় সোপর্দ করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy