ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধাঁ দেয়ায় নৈশপ্রহরীকে গামছা পেচিঁয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাত দল।এসময় পুলিশের সাথে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়। পরে একজনকে আটক করা হলেও বাকীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন টি ছোড়াসহ উদ্ধার করা হয় ডাকাতির সরঞ্জাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শরিয়ত এ- ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান ডাকাত দলকে দেখে শৌরচিৎকারের চেষ্টা করলে তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেধেঁ শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়া সহ পুলিশকে খবর দেয়। একপর্যায় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া দেয়। এসময় ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় ৩ জন। পরে তাদের উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনায় আরো একজনকে আটক করা হলেও বাকীরা পালিয়ে যায়।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নৈশ প্রহরী একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy