তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৮ জন, ছাগলনাইয়ায় ২ জন, পরশুরামে ৩ জন ও ফুলগাজীতে একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ১৮ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে ৬৭৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ও ২১ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ জানান, রোববার নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ৬৯ জনের প্রতিবেদন আসে। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে পরশুরামের একজনের দ্বিতীয়বারের নমুনায়ও করোনা শনাক্ত হয়।
তিনি জানান, রোববার পর্যন্ত ৫ হাজার ৭৪৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৫৬৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রোববার নতুন করে আরো ৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত জেলায় শনাক্ত রোগীদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৯৭ জন, সোনাগাজীতে ১৭৩ জন, দাগনভূঞায় ২১১ জন, ছাগলনাইয়ায় ১১৯ জন, ফুলগাজী ৫২ জন ও পরশুরামে ৫১ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৫ জন রোগী রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy